সংবাদ বিজ্ঞপ্তিঃ-

তারিখঃ (২৬/১১/২৪ ইং)

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বন্ধন ফাউন্ডেশন, বন্ধন ভবন, তরঙ্গি রোড, ১২৩ গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী সদর, ফেনী, বাংলাদেশ।

 নামের এফিডেভিট প্রসঙ্গেঃ-

 BANDHAN FOUNDATION বন্ধন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আরিফ উল্যাহ চৌধুরী, পিতাঃ- মরহুম ছিদ্দিক আহাম্মদ, মাতা- হালিমা খাতুন, গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী।

সভাপতি মহোদয়ের নিজ কর্তৃক স্ব-প্রণোদিত বিবৃতিঃ

 আমার তিন মেয়ে ও ১ ছেলে। 

আমার মা সৈয়দ বংশীয়। মানে উনি আওলাদে রাসূল (সাঃ) বংশের সদস্য। কিন্তু কালের বিবর্তনের কারণে আমার মায়ের নামের সাথে সৈয়দ, বংশীয় এ পরিচয়টি উনার এন আই ডি কার্ডে ছিলো না। অপরদিকে আমার মরহুম বাবা আমি সহ আমার ভাইদের নামের শেষে আমাদের এন আই ডি কার্ডে তাঁর পরিচয় হিসেবে চৌধুরী শব্দ জুড়ে দেন।

যে বিষয়টি বেশ জোরালো ও বিস্তারিত ভাবে আজকে অনেকদিন যাবৎ এ ব্লগে (পূর্বে আমার ar900.com এ ওয়েবসাইটে প্রকাশ করলেও পরবর্তীতে এ বিষয়ক সব গুলো পোস্ট এ ব্লগে আপগ্রেড করেছিলাম এবং এ পোস্ট গুলোতে এখনো কোন ধরনের পরিবর্তন করা হয়নি) আমি আমার বংশীয় সদস্য সহ আপনাদের সবাইকে জানিয়ে এসেছি এবং এ বিষয়ে আপনাদের কমেন্টস আহবান করেছিলাম। বিশেষ করে যা এ ব্লগে প্রকাশিত গত ১৯, ২০ ও ২১ নং পোস্টে বিস্তারিত ভাবে বিবৃত করা হয়েছে। এমনকি গত ২১ নং পোস্টে এ বিষয়টিতে যৌক্তিক কারণ দেখিয়ে যাতে আমাকে বিরোধিতা করা হয়, আমি সকলের নিকট সে আবেদন করেছিলাম। 

এ ২১ নং পোস্ট সহ এ ব্লগে প্রকাশিত কোন পোস্টেরই আপনাদের কেউ কোনরুপ বিরোধীতা করেননি।

 হয়তো আমার সাথে যে ফেরেশতা আছে, বিষয়টিতে তাঁর সাপোর্ট আছে এ জন্যেও কেউ বিরোধিতা করেননি।

এতে আমরা যে আওলাদে রাসূল (সাঃ) পরিবার তা  আমাদের আত্মীয় স্বজন সহ আমাদের চারপাশের ও আমার পরিচিতজনদের সকলের সমর্থন সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। 

অর্থাৎ আমার এ বিষয়টিতে আপনারা সকলেই রাজি-খুশি রয়েছেন। তার মানে, সবাই এক বাক্যে মেনে নিয়েছেন যে আমরা আওলাদে রাসূল (সাঃ) পরিবার।

অতএব আমি আমার বর্তমান বংশ পরিচয় 'চৌধুরী' পরিবর্তন করে আমাদের এন আই ডি কার্ডে আমার মা সহ আমার পারিবারিক সদস্যদের নাম নিম্নোক্ত ভাবে পরিবর্তন করার ঘোষণা দিচ্ছি। 

বংশীয় পরিচয় হিসেবে 'সৈয়দ' সংযোজনের এ পরিবর্তন ব্যতীত আমাদের ন্যাশানাল আই ডি কার্ডে আর কোন পরিবর্তন করা হবে না। 

আমি সহসাই ইনশা'আল্লাহ্ এ পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ সরকারের সমস্ত নিয়ম-কানুন মেনে সরকারের নির্দষ্ট বিভাগ বা বিভাগ সমূহে আবেদন জানাবো।

এ বিষয়ে আজকের এ পোস্টের পর আমি আর কোন পোস্ট দেবো না বলে আপনাদের সবাইকে ফাইনাল সিদ্ধান্ত প্রদান করলাম। 

আমাদের এন আই ডি কার্ডের পরিবর্তনীয় নাম সমূহ নিম্নরুপে পরিবর্তীত হবেঃ-

১। মা,  সৈয়দা হালিমা খাতুন

২। নিজ,  সৈয়দ আরিফ উল্যাহ

৩। ১ম সন্তান,  সৈয়দা সানজিদা আক্তার (মেয়ে)

৪। ২য় সন্তান,  সৈয়দা ফারজানা আক্তার (মেয়ে)

৫। ৩য় সন্তান,  সৈয়দ ওমর ফারুক (ছেলে)

৬। ৪র্থ সন্তান,  সৈয়দা ফাতেমা আক্তার (মেয়ে)

সৈয়দ বংশীয় সংবাদ হিসেবে বিশ্ববাসীর জন্য খবরটি স্পর্শকাতর ও অতীব গুরুত্বপূর্ণ। 

ইসলামী আইন প্রণয়ন সহ বিবিধ মানব কল্যাণে নিবেদিত হতে  আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে,

আল্লাহু তা'য়ালার গোলাম এবং মানুষ ও জ্বীন জাতির সেবক,


সৈয়দ আরিফ উল্যাহ

সকলে ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।