বিসমিল্লাহির রাহমানির রাহীম
পোস্টটির প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৫ খ্রি.
"কেন আমি জিন বিয়ে করতে চাই?"
আমার পরিচয় ও ঠিকানাঃ
নাম ও পিতার নামঃ
সার্টিফিকেটে আমার নাম আরিফ উল্যাহ চৌধুরী। মানুষেরা মুহাম্মদ আরিফ উল্যাহ হিসেবে জানে।
ইতিপূর্বে আমি আমার অনেকগুলো পোস্টের মাধ্যমে জানিয়ে ছিলাম যে, আমার মায়ের বংশ অনুযায়ী আমার নাম এফিডেভিট করে, সৈয়দ আরিফ উল্যাহ রাখবো। কিন্তু এখন এটা প্রমাণিত সত্য যে আমার সাথে এক বা একাধিক বা একদল মুমেনা জিন থাকে অথবা একটি জিন সম্প্রদায় থাকে, যা আমার পরিচিতজন বা এলাকাবাসী জানে। তাই এখন আমি আমার নাম 'সৈয়দ জিন আরিফ (sayed jin arif)' পছন্দ করছি। সে হিসেবে এ পোস্টে আমার নাম সৈয়দ জিন আরিফ লিখেছি এবং ইনশা'আল্লাহ এফিডেভিট করে বা প্রসেসিং করে আমার জন্য আমি এ নামটিই রাখবো। আমার বাবার নাম মরহুম ডাঃ ছিদ্দিক আহাম্মদ।
ঠিকানাঃ
ডাক্তার ছিদ্দিক আহাম্মদের বাড়ি, গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী সদর, ফেনী।
প্রিয় আপনজন, পরিচিতজন ও এলাকাবাসী; আপনারা ইতিমধ্যে শুনেছেন যে, আমি জিনকে বিয়ে করতে চাই। আপনারা এও শুনেছেন, জিনকে বিয়ে করার জন্য আমি হিজরত করার ঘোষণা পর্যন্ত দিয়েছি। এবং ইতিমধ্যে এ বিষয়ক একটি পোস্ট আমি পাবলিস্ট করেছি।
আপনারা আমার এ পোস্টটি পড়ে নিতে পারেন। আপনাদের অনেকে হয়তো কেন আমি জিনকে বিয়ে করতে চাই, আমার এ বিষয়টি বুঝতে পারেননি। একজন আমাকে অলরেড়ি প্রশ্নই করে ফেলছেন যে, আমি ঘুম যাওয়ার জন্য জিন বিয়ে করতে চাচ্ছি কিনা?
আপনারা সকলে আমায় চিনেন, জানেন। তবুও শুধু একটি কথা বলতে চাই, আমি জিনকে বিয়ে করা জায়েজ মনে করি। আমার সে রিভিউ ফতোয়াটি আপনারা-
জানতে পারেন। তাই আর বেশি কিছু না লিখে আপনাদের সকলের জ্ঞাতার্থে সংক্ষেপে লিখছি যে, কেন আমি জিনকে বিয়ে করতে চাই?
আমি যেসব কারণ, প্রয়োজনীয়তা, উপকারিতা ও যুক্তি থাকায়, জিন বিয়ে করতে চাচ্ছি, তা নিম্নে সংক্ষেপে ক্রমিক আকারে লিখছি-
১। কুরআনে একটি কাজ (জিনের সাথে মানুষের বিয়ে) জায়েজ হবে, আর মানুষেরা সেটাকে নাজায়েজ করে রাখবে, এমনটি কেন হবে? জায়েজকে নাজায়েজ না বলে, জায়েজ বলার বা সেটা যে জায়েজ, তা বিশ্ববাসীকে প্রকাশ্যে বুঝিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে জিনকে বিয়ে করতে চাওয়ার পিছনে আমার প্রথম উদ্দেশ্য। এ লক্ষে, আমি চাই ইসলামি এবং জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বৈধতর, সকলের নিকট গ্রহণযোগ্য, ধর্ম-বর্ণ, দেশি-বিদেশী নির্বিশেষে সকলের অংশগ্রহণে আনন্দঘন একটি রেজিস্টার্ড ও প্রকাশ্য বিয়ের আয়োজন।
না হয়, শুধু শুধু খায়েশ পড়ে নাই আমার, জ্বিনকে বিয়ে করার। মাইন্ড করবেন না; যে ব্যক্তি মাসে একবার নিজ স্ত্রীর কাছে যায় না; পর নারী থেকে থাকে ১০০ হাত দূরে। যে ব্যক্তি নিজ স্ত্রী সন্তানদের ভরণ পোষণ দিতে পারেনা; এখন তার বুঝি খায়েশ হয়েছে ভিন্ন জাত হিসেবে জ্বীন বিয়ে করার! এটা কোন যৌক্তিক বা বিশ্বাস যোগ্য কথা!?
২। একজন মানুষের দেহে জিনদের পূর্ণ শক্তি সহ একসাথে কতজন জিন আসর করতে পারে এবং জিনদের পূর্ণ শক্তি বিহীন কতজন জিন আসর করতে পারে বা আদৌ পারে কিনা তা বুঝতে চেষ্টা করা। এবং এ উভয় অবস্থায় মানুষের শরীরের কী রূপ পরিবর্তন হয় বা মানুষের শক্তি সামর্থ তখন কী রূপ বৃদ্ধি প্রাপ্ত হয় তা বুঝা। আমি মনে করি এভাবে মানুষ অনেক শক্তি ও সামর্থের অধিকারী হতে পারে। এভাবে আমার সাথি জিন আমায় কথা দিয়েছে আমাকে অনেক অনেক ধনবান করার মাধ্যমে সে আমায় ৪ বিয়ে করিয়ে ও সম্ভবমত অনেকগুলো দাসী রেখে সে আমায় কমপক্ষে ১০০০ সন্তানের বাবা করিয়ে দেবে। যদিও মানুষের ক্ষেত্রে বিষয়টি অবিশ্বাস্য, তবুও সে কী পারে বা কতটুকু পরিমাণ পারে বা আসলে পারবে কিনা তা দেখতেতো আমি চাই। যেহেতু আমি মনেকরি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ মানুষ। আর এ বিষয়গুলো জিনকে বিয়ে করা ছাড়া আমি পাবো বলে মনে হয় না। এ বিষয়টি চাওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে, সাধারণত মানুষেরা বহু বিবাহকে এবং দাসীদের সাথে সহবাসকে খারাপ কাজ মনে করে। কিন্তু আল কোরআন এ কাজটিকে স্বীকৃতি দেয়ায় আমিও প্রমাণ করতে চাই যে, ৪ বিয়ে করা, দাসী ক্রয় করা এবং দাসীদের সাথে সহবাস করা উৎকৃষ্ট কাজ, এটি কখনো, মানে আল কোরআন কখনো নিকৃষ্ট হতে পারে না। এটি দাসীদেরকেও সম্মানী বানায়। মানে সে মালিকের সন্তানের মা হয় এবং সে নিজেও মা হতে পারে। ফলে জিনকে বিয়ে করলে, জিন আমাকে ধনী বানিয়ে দিয়ে আল কোরআনের এসব ভালোদিক গুলো বাস্তবায়ন করে মানুষকে তা বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়ায় আমি জিনকে বিয়ে করতে চাই।
৩। হযরত ফাতেমা (রাঃ) এঁর বংশ সৈয়দ বংশ। আমার মায়ের বংশ সৈয়দ বংশ। আমি যদি আমায় ঘ্রাস করা এ জিনটিকে বৈধ ভাবে প্রকাশ্যে বিয়ে করি, বা করতে পারি, তাহলে তখন আল্লাহু তা'য়ালা চাহে'ত সে আমাকে সৈয়দ বংশের সদস্য হিসেবে দুনিয়ায় পরিচিতি পাইয়ে দিবে। আমার সকল সার্টিফিকেটে চৌধুরী বাদ দিয়ে উপরে উল্লেখিত নাম সংশোধন করিয়ে দেবে। এবং তখন আমরা রাসূলুল্লাহ (সাঃ) এঁর ওয়ারিশ হিসেবে আত্ম প্রকাশ করবো, এর যোগ্য হবো ও তা পৃথিবীর মানুষ গ্রহণ করে নিবে। এ জন্য আমি এ জিনটিকে বিয়ে করতে চাই।
৪। আমায় সাহর করা এ জিন যদি বৈধ ভাবে এবং প্রকাশ্যে আমায় বিয়ে করতে পারে, তাহলে সে আমাকে দিয়ে এমন একটি ফতোয়ার কিতাব লিখিয়ে নেয়ার ও তা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে যে, যে কিতাবটিতে থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সব ধরনের সহীহ্ বিধানাবলী এবং যে কিতাবটি হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকট গ্রহণ যোগ্য। এবং কিতাবটি হবে বিশ্বের আলেম সমাজ কর্তৃক গ্রহণযোগ্য, গ্রহণকৃত এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি কর্তৃক অনুমোদিত আল কুরআন, আল হাদীস, ইজমা ও কেয়াস অনুযায়ী নির্ভূল ও সহীহ্ ফতোয়ার কিতাব। এমন একটি কিতাব লিখার প্রবল ইচ্ছায় আমি আমার এ সাথী জিনকে বিয়ে করতে চাই।
৫। আমায় আসর করা জিন আমায় প্রতিশ্রুতি দিয়েছে যে, যদি সে আমায় বৈধ ভাবে বিয়ে করতে পারে, তাহলে সে ইসলাম ও মুসলিমকে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক রূপদান করবে। এর আওতায়, একটি শক্তিশালী মোবাইল এপ্লিকেশন ওপেন করা হবে। বিশ্বের যে কোন দেশের মুসলিম তার ছবি ও তার বাড়ি ঘরের ভিডিও ফুটেজ দিয়ে এ এপ্লিকেশনে রেজিষ্ট্রেশন করবে। ফলে মূহুর্তেই মুসলিমদের অবস্থান ও সংখ্যা জানা যাবে, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তারা নিজেদের সমস্যা সমূহে একে অপরকে সহযোগিতা করতে পারবে; নিজেদের বিভিন্ন সুবিধা অসুবিধা ও সমস্যার কথা এ অনলাইন এপ্লিকেশনে সে বলতে পারবে। এ সংগঠন থেকে তাদেরকে এসবের সমাধানের ব্যবস্থাও করা হবে। এ এপ্লিকেশনের মাধ্যমে, বিশ্বের যে কোন প্রান্তের মুসলিমকে আর্থিক ও অন্যায় অবিচার ইত্যাদির বিষয়ে সহযোগিতা করা হবে, মানে যদি সে অত্যাচারিত বা মজলুম হয়, তবে তাকে হেফাজতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। জাতীসংঘের মতো এ সংগঠনের আওতায় আন্তর্জাতিক ভাবে মুসলিমদের প্রতিনিধিত্ব করা হবে। অন্যায় অবিচার প্রতিরোধে ব্যবস্থা নেয়া হবে। বিশ্বের সকল মুসলিম ও মসজিদকে সুরক্ষিত করা হবে এবং সারা জাহানের সকল মসজিদকে একই প্ল্যাটফর্ম ও মানদন্ডে নিয়ে আসা হবে ও ঈমাম-মুয়াজ্জিনদেরকে বিভিন্ন সুবিধাদি দেয়া হবে। ইত্যাদি উচ্চমানের প্রতিশ্রুতি দেয়ায় আমি এ জিনকে বিয়ে করতে চাই।
৬। আল্লাহু তা'য়ালার একটি সৃষ্টিকে মানুষের সামনে এনে দেখানোর; সে জাতির শক্তি, সবধরনের গুণাগুণ সহ সকল বৈশিষ্ট্য প্রকাশ্যে মানুষের নিকট প্রকাশ করে আল্লাহু তা'য়ালার তথা তাঁর সৃষ্টিতত্ত্বের পরিচয় প্রকাশ করা।
৭। আমায় সাহর করা এ জিন যদি বৈধ ভাবে প্রকাশ্যে ও সকলের নিকট গ্রহণীয় করে আমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে, তাহলে সে আমায় প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আমার মাধ্যমে এ দুনিয়ায় BANK JIN নামে এমন একটি ব্যাংক প্রতিষ্ঠা করবে, যার মাধ্যমে সারা বিশ্বে ধার-উধার কার্যক্রম, সুদ বিহীন স্বল্প মুনাফায় লোন কার্যক্রম, বিশ্বের মানুষকে নোবেল প্রাইজ থেকেও আরো অনেক অনেক বেশি এমাউন্টের প্রাইজ প্রদান, ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান, বিশ্বের যে কোন দেশের যে কোন মুদ্রার বিনিময়ের মাধ্যমে লেনদেনের সহজ সুবিধা প্রদান, নবমুসলিম কল্যাণ ও তাবলিগ ফান্ড গঠন এবং পরিচালনা সহ অন্যান্য আরো অনেক মানব ও সমাজ কল্যাণ মূলক কাজ বিষয়ক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করবে। তাই আমি তাকে, মানে এ জিনকে বিয়ে করতে চাই।
৮। আমার সাথী জিনটি নাকি অনেক জটিল জটিল রোগের চিকিৎসা করতে পারবে। তাই তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারলে, আমি মানব সেবা মূলক এ কাজটি খুব সহজে আঞ্জাম দিতে পারবো বলে আশা রাখি। তাই আমি তাকে বিয়ে করতে চাই।
৯। জিন আমায় প্রতিশ্রুতি দিয়েছে যে, তার সাথে বৈবাহক সম্পর্ক স্থাপিত হলে তাহলে সে আমায় অনেক অনেক ধনবান করার মাধ্যমে এ পৃথিবীতে অর্থ, শিক্ষা, চিকিৎসা, শিল্প, ব্যবসা, পর্যটন, কৃষি ইত্যাদি ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠান গড়ে ও তা পরিচালনার মাধ্যমে বিশ্বের মানুষকে শান্তিতে বসবাস করতে সহযোগিতা করবে। তাই আমি জিনকে বিয়ে করতে চাই।
১০। জিন আমায় আশা ও প্রতিশ্রুতি দিয়েছে যে, যদি সে আমার সাথে প্রকাশ্যে বৈধ ভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে, তাহলে সে আমায় আমার মায়ের নামে এমন একটি বাড়ি করে দিবে, যা হবে এ মহাবিশ্বের শপ্তাচর্যের আরেক আচর্য। এবং তা পৃথিবীর এ পর্যন্ত নির্মীত সবচাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য মন্ডিত ও শান্তিময় স্থান হবে। তাই আমি তাকে বিয়ে করতে চাই।
১১। জিন আমায় কথা দিয়েছে যে, যদি সে আমায় প্রকশ্যে বৈধ ভাবে বিয়ে করতে পারে, তাহলে সে আমার মাধ্যমে হযরত ঈমাম মাহাদী (আঃ) ও হযরত ঈসা (আঃ) এঁদের নামে দু'টি অনেক বড় ধরনের অর্থনৈতিক ফান্ড গঠন করিয়ে দিবে। এবং সে আরো কথা দিয়েছে যে, যদি আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হই, তাহলে হয়তো হযরত ঈমাম মাহাদী (আঃ) আমার বংশেই আসতে পারে। এ বিষয়টি পাওয়ার লক্ষ্যে মহান রবের কাছে প্রার্থনা থেকে শুরু করে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তাই আমি তাকে বিয়ে করতে চাই।
১২। আমার জ্ঞান মতে, জিন জাতি সম্পর্কে মানুষের নিকট অনেক গুলো ভূল ও অযথা ভীতি রয়েছে। এবং আমি মনে করি জিন জাতির দ্বারা এ পৃথিবীর বা মানুষদের অনেক অনেক কল্যাণ হতে পারে। বিয়ের মাধ্যমে জিন জাতির সাথে সম্পর্ক স্থাপন করে জিন জাতির এ সব বিষয়গুলো প্রদর্শন করে আল্লাহর এ সৃষ্টির ভালোদিক গুলোর বিষয়ে মানুষকে শিক্ষা দিতে চাই, মানে আল্লাহর পরিচয় দিতে চাই। মানে আমি বাস্তবে দেখাতে চাই যে, আমার রব শুধু কোন খারাপ জাতি সৃষ্টি করেনি; ভালো মন্দ নিয়ে যেমন মানুষ, তেমনি ভালো মন্দ নিয়েই জিন। এ বিষয়টি মানুষকে চাক্ষুষ বুঝাইতে চাই।
১৩। আমি মনে করি, যেহেতু আল কুরআন মানুষ ও জিন উভয় জাতির জন্য। এবং যেহেতু জিনেরা মানুষের নিকট এখনো প্রকাশ্য নয়। তাই জিনের বিষয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের বিষয়েও ইসলামি শরিয়তের অনেক জ্ঞান ও ফতোয়া এখনো অপূর্ণ। তাই জিনকে বিয়ের মাধ্যমে আমি এগুলো পূর্ণ করে মানুষকে শিক্ষা দিতে চাই।
১৪। আমি মনে করি জিনকে বিয়ের মাধ্যমে, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের পরিসর আরো অনেক বিস্তৃত হতে পারে। জিনদের থেকেও মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে। যা হয়তো কেবল জিনকে বিয়ে করার মাধ্যমে, তাদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমেই সম্ভব।
১৫। আমি মনে করি, জিন বা জিন সম্প্রদায়ের সহযোগিতায় মজলুম মুসলিম সম্প্রদায় সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে পৃথিবীর মানুষের অনেক জটিল জটিল জুলুম, নিপিড়ন ও অত্যাচারের বিষয় গুলো সমাধা হতে পারে। তাই জিনকে বিয়ে করার মাধ্যমে, জিন সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে আমি এ ধরনের কাজ সমাধা করতে প্রচেষ্টা চালাতে চাই।
১৬। যেহেতু আমি আল্লাহু তা'য়ালাকে চাই ও রাসূলুল্লাহ (সাঃ) এঁর তরীকা চাই এবং যেহেতু আমি বুঝতে পেরেছি যে, আমার জ্বীনটিও ঠিক তাই'ই চায়, এবং যেহেতু আরো বুঝতে পেরেছি যে, জ্বিন হিসেবে সে শক্তি, সামর্থ ও কৌশলের দিক থেকে আমার চাইতে অনেক অনেক বেশি এগিয়ে, তখন আমি তাকে বিয়ে করে তার ও তার সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে আরো বেশি আল্লাহ ওয়ালা হতে চাই ও অনেক অনেক বেশি মানব সেবা করতে চাই।
১৭। আল্লাহকে আরো নিকটতম করে পাওয়ার উদ্দেশ্যে আমার এ সাথী জিনটি আমায় প্রতিশ্রুতি দিয়েছে যে, সে যদি বৈধ ভাবে প্রকাশ্যে আমায় বিয়ে করতে পারে, তাহলে সে আমায় হাফেজ, আলেম ও মুফতি বানিয়ে দিবে এবং এ লক্ষ্যে যা যা করা দরকার সে করবে। এ জন্যে আমি তাকে বিয়ে করতে চাই।
১৮। এ জিনটিকে বিয়ে করলে সে আমায় নাকি সৌদি আরবের নাগরিকত্ব নিয়ে দিবে। মসজিদে হারাম শরীফে নিয়মিত ইবাদতের ব্যবস্থা করে দিবে। তাই আমি তাকে বিয়ে করতে চাই।
১৯। এছাড়া মাঝে মাঝে এমন ইঙ্গিত দেয় যে, তাকে বিয়ে করলে সে আমায় নাকি নোবেল প্রাইজ এনে দিবে। নোবেল প্রাইজতো আর সোজা কথা না! নোবেল প্রাইজ পেতে হলে মানুষ হতে হবে। তাই যেহেতু আমি মানুষ হতে চাই; অতএব আমি নোবেল প্রাইজ পেতে চাই; অতএব আমি জিন বিয়ে করতে চাই।
২০। আবার এ কাজটি বৈধ ভাবে হলে, তাহলে সে নাকি আমায় বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, মানে অনেক অনেক ধনী বানিয়ে দিবে।
২১। তাছাড়া সব চাইতে বড় কথা হচ্ছে, উপরের কথাগুলো যদি সত্যি হয়, তাহলে সে আমায় আজ প্রায় ২৫ বছর আসর করে আছে। আমি ও আমার আত্মীয়গণ তাকে তাড়াতে ও হত্যা করতে চাইলেও সে আমায় ফেলে যায়নি। মানে আমায় পাওয়ার জন্য, মানে আমার সাথে মনূষ্য সমাজে থাকতে চেয়েছে, আমায় ভালোবাসতে চেয়েছে; তার উদ্দেশ্য যদি সৎ'ই হয়, তাহলে আমার কি তার ভালোবাসার মূল্য দেওয়া উচিৎ নয়? এ জন্য আমি তাকে বিয়ে করতে চাই।
২২। এ পৃথিবী জিন জাতি ও মানব জাতি উভয়ের জন্যে। মহান রব পবিত্র কুরআন ও হাদীসের কোথাও বলেনি যে, তারা এ পৃথিবীতে মানুষের মতো বসবাস করতে পারবে না। আমার মতে মানুষের যেমন অধিকার আছে, পৃথিবীতে বাড়ি-ঘর, অফিস-আদালত, শিক্ষা-দিক্ষা ও কৃষি, ব্যবসা এবং শিল্প গড়ার। তেমনি জিনদেরও এ ধরনের অধীকার রয়েছে। তাই যদি জিনেরা সামর্থবান হয়, তবে বিয়ের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের এ অধিকার বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করা আমার উদ্দেশ্য। আর যদি সামর্থবান না হয়, তাহলেও এ বিষয় সমূহে তাদের বৈশিষ্ট্য কী, তা বুঝতে চেষ্টা করা।
২৩। জিনদের খাদ্য, বাসস্থান, পোষাক-পরিচ্ছেদ, বিয়ে-শাদী, আচার ব্যবহার, এ সব বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন ও পৃথিবীর মানুষকে তা বোঝানো। এ সব বিষয়ের জ্ঞান গুলো তাদের সাথে বৈবাহিক সম্পর্ক ছাড়া হয়তো পুরোপুরি অর্জন করা সম্ভব নয়, তাই আমি আমাকে সাহর করা এ জিনটিকে বিয়ে করে তাদের সম্প্রদায়ের সাথে একটা বৈধ বন্ধন সৃষ্টি করতে চাই।
২৪। যেহেতু জিনের সাথে মানুষের বিয়ে জায়েজ, তাই জায়েজ কাজটি দিবালোকে প্রকাশ্যে সম্পাদনের মাধ্যমে, বিয়ে পরবর্তী যৌন শিক্ষা ও সন্তান প্রজনন এসব বিষয়ে ইসলামি ফতোয়ার পরিপূর্ণতা ও বাস্তব জ্ঞান অর্জন আমার আরেকটি উদ্দেশ্য।
২৫। যদিও আল্লাহু তা'য়ালা পবিত্র কোরআনে বলেছেন যে, তিনি জিন জাতি সৃষ্টি করেছেন। তথাপি পৃথিবীর অনেক গুলো মানুষ এখনো তা বিশ্বাস করে না। বিয়ের মাধ্যমে এ জাতিকে ওপেন করে বিশ্ববাসীকে প্রদর্শনের মাধ্যমে সেসব অবিশ্বাসীদের ভূল ভাঙ্গানোর চেষ্টা করা।
২৬। পৃথিবীর অনেকগুলো মানুষ বলে, যা দেখিনা, তা বিশ্বাস করি না; তা বাস্তবে থাকতে পারে না। এভাবে এ মহা বিশ্বের অনেক গুলো মানুষ আল্লাহকে এবং আল্লাহর ফেরেশতা, জিন-শয়তান এসব জাতিকে বিশ্বাস করে না। বিয়ের মাধ্যমে আমার এ সাথী জিনকে ওপেন করে, মানুষকে এ ধরনের বিষয় গুলোতে বিশ্বাস করানো যে, যা দেখা যায় না, তা বিশ্বাস করতে হবে, যদি তা পবিত্র কোরআনে ঘোষিত হয়। তাই আমি এ জাতির সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চাই।
২৭। একদল মানুষকে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কি নূরের তৈরী, না মাটির তৈরী; এ বিষয়ে মতভেদ করতে দেখা যায়। আমার এ জিনটিকে ওপেন করে বিশ্ববাসিকে যদি দেখাতে পারতাম; তাহলে আমিও তাদেরকে প্রশ্ন করতে পারতাম যে, বল আমি কি মাটির তৈরী, না আগুনের তৈরী? এভাবে তাদেরকে হয়তো সঠিক উত্তর দিয়ে তাদের ঈমান হেফাজতে সহযোগিতা করতে পারতাম। আর এ কাজটি জিনকে বিয়ের মাধ্যমেই পরিপূর্ণ ফলপ্রসু হবে বলে মনে করি বিধায় আমি জিনকে বিয়ে করতে চাই।
২৮। জিনেরা নাকী যাদু বিদ্যায় পারদর্শী। তাই জিনকে বিয়ে করার মাধ্যমে তাদের নিকটতম হয়ে, আমি বুঝতে ও শিখতে চাই এ বিদ্যার ভালো দিক গুলো। এবং আরো বুঝতে চাই এ বিদ্যার মন্দ দিক গুলো কী কী হতে পারে। যেহেতু আমি বিশ্বাস করি প্রত্যেক কিছুরই ভালো ও মন্দ উভয় দিক থাকে। যার কারণ, এ মহাসৃষ্টির সকল সৃষ্টিই আল্লাহু তা'য়ালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।
২৯। জিনকে বিয়ে করার মাধ্যমে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারবো বলে আশা করি বিধায় আমি জিনকে বিয়ে করতে চাই।
৩০। জিনকে বিয়ে করতে পারলে জিন আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে আমি জিনকে বিয়ে করতে চাই।
৩১। এটা সত্য যে জিন অদৃশ্য ভাবেও থাকতে পারে। এ বিষয়টির বাস্তব প্রমাণ সহ মজলুম ও নির্যাতিত ব্যক্তিগণ যাতে অদৃশ্য সহযোগিতা পায়। এবং জিনের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হলেই কেবল এ বিষয়টি যথাযথ ভাবে পেতে পারে। আর তাই আমি জিনকে বিয়ে করতে চাই।
৩২। শত্রুর শত্রুতা মোকাবেলায় এবং শত্রুকে প্রতিহত করতে জিনজাতিকে একটি মোক্ষম হাতিয়ার হিসেবে মনেকরি। বিয়ের মাধ্যমেই এটিকে ভালোভাবে পাওয়া সম্ভব মনেকরে আমি জিনকে বিয়ে করতে চাই।
৩৩। আমার প্রতিষ্ঠান সমূহের প্রশাসনিক শাসন, পরিচালনা ইত্যাদি কাজে অদৃশ্য সহযোগী ও নিরাপত্তা রক্ষীর কাজে জিনদেরকে পাওয়া যাবে বলে মনে করি। আর বিয়ের মাধ্যমে এটি বেশি ফলপ্রসু হবে মনে করে আমি জিন বিয়ে করতে চাই।
৩৪। আমার মতে জিন বা জিন সম্প্রদায় দ্বারা আমার নিজস্ব ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, এবং দেশ ও জাতির অদৃশ্য নিরাপত্তা বলয় সৃষ্টি করা যায়। আর বিয়ের মাধ্যমেই এটি ফলপ্রসু হবে বলে আশা করি বিধায় আমি জিন বিয়ে করতে চাই।
আর লিখতে পারছি না। মোবাইলের কী বোর্ড যতই চাপাচাপি করি লিখা কিন্তু টাইপ হয় না। হয়তো কোন পক্ষ দ্বারা মোবাইলটিকে যাদু করা হয়েছে। যা লিখেছি তাও অনেক কষ্ট স্বীকার করে লিখেছি। ভূক্তভূগী ছাড়া যাদুর এ বিষয় গুলো হয়তো কখনোই অন্য কেউ বুঝবেন না।
যাক, এ জিনকে বিয়ে করার মাধ্যমে আমার আরো অনেক আশা রয়েছে। সে আমাকে আরো প্রতিশ্রুতিও দিয়েছে।
কিন্তু মোবাইলে লিখা সম্ভব হচ্ছে না বিধায় আর লিখতে পারছি না। হয়তো আর লিখার প্রয়োজন নাই, এ জন্যেও আমার সাথী জিন মোবাইলকে এবং আমাকে এ রকম করে দিয়েছে।
তবে সবকিছু মিলিয়ে আর তাই এখন আমি তাকে তাড়াতে না চেয়ে বরং কাছে পেতে চাই।
তাছাড়া তাকে তাড়ানোরতো কোন জ্ঞান-বুদ্ধি বা প্রতিষেধকও নেই আমার কাছে। আমার ভায়েরা শত চেষ্টা করে যা পারেনি, আমি এখন তা কিভাবে পারবো বলেন? আমার মনে হচ্ছে, আমার হাত-পা, হৃতপিন্ড-ফুসফুসের মতোই সে আমার শরীরেরই একটি অংশ। কেবলই মনে হচ্ছে সে আমার জন্মগত সাথী! আমি কম্পিউটার হলে সে আমার মন, ব্রেন ও শরীরের সফটওয়্যার!
তাহলে যেহেতু তাকে তাড়ানো সম্ভব নয়; তাই তাকে বিয়ে করে আপন করে নেয়াটা কি বেটার নয়?
অপরদিকে জিনকে বিয়ে করতে চেয়ে আমি যে সাহস দেখিয়েছি, যে ত্যাগ স্বীকার করেছি এবং এর মাধ্যমে যা পেতে চেয়েছি; তা যদি নাও পাই, যদি জিন বিয়ে করতে নাও পারি; তথাপি যেহেতু উপরোক্ত এ বিষয় গুলো এবং মনের ভিতর সুপ্ত থাকা অন্যান্য বিষয় গুলো পেতে চেয়েই আমি এ ধৈর্য, সৈয্য, ত্যাগ, তিতীক্ষা, সাধনা করেছি এবং অপমানের পর অপমাণ সয়েছি; তাহলে আশাকরি ইনশা'আল্লাহ আমি এ সবের সম পরিমাণ সাওয়াব পাবো।
আর মূলত আমিতো সাওয়াবেরই মোহতাজ। আমার প্রয়োজন মূলত সাওয়াবই; আর কিছু না।
আবার যে কোন কিছুর সাওয়াব পেতে হলে প্রয়োজন, আল্লাহু তা'য়ালার প্রতি দৃঢ় ঈমান, মহান রবের নিকট কায়মনো বাক্যে দোয়া করা, কেবল মাত্র ইসলামি তরীকা, সে বিষয়টি পাওয়ার জন্য গভীর আগ্রহ, ত্যাগ, ধৈয্য, সহ্য, আন্তরিকতা, ভালোবাসা এবং সে অনুযায়ী প্রচেষ্টার গভীরতা।
আর তাই আমি এখন আমার রব আল্লাহু তা'য়ালার নিকট এ বিষয়ে সংক্ষিপ্ত দুয়া করছি-
"সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহু তা'য়ালা! উপরোক্ত বিষয় সমূহ এবং মনের ভিতর সুপ্ত থাকা অন্যান্য বিষয় সমূহ পেতে চেয়ে আমি আমাকে সাহর করা এ জিনকে তোমার দ্বীন অনুযায়ী বিশ্বের মুসলিম ও মানুষদের নিকট গ্রহণযোগ্য ও গ্রহণীয় করে প্রকাশ্য দিবালোকে লক্ষ মানুষ ও জিনের উপস্থিতিতে, মানে জিন ও মানুষ এ উভয় সম্প্রদায়ের নিকট আনন্দ, আগ্রহ ও গ্রহণীয় ভাবে এবং ঘটা করে বিয়ে অনুষ্ঠান সম্পাদনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং রেজিস্টার্ড দলীল সহ বিয়ে করতে। ইয়া আল্লাহ! এ বিষয়ে তুমি গায়েবী ভাবে সহযোগিতা করবে এবং প্রয়োজনে আমাকে ও আমার সাথী জিনকে প্রজ্ঞাময় করে এ বিয়ে সম্পাদনের লক্ষ্যে সময়ানুযায়ী বিভিন্ন সু-কৌশল অবলম্বন করার তাওফিক দান করবে এবং এ বিষয়ে আমাদেরকে তোমার সমস্ত সৃষ্টি দিয়ে সহযোগিতা করবে। আর কোন কারণে আমাদের ভাগ্যে এ বিয়ে বা এ ধরনের ঘটা করে বিয়ে অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে বিয়ে যদি না থাকে, তাহলে আমাদেরকে এর সম পরিমাণ সাওয়াব প্রদান করবে। আমীন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।"
অতএব আমি আমাকে ঘ্রাস করা এ জিনকে বিয়ে করতে চাই; এ জিন সম্প্রদায়ের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চাই এবং তাদেরকে আপন করতে চাই।
এছাড়া জিনকে বিয়ে করে এতো সাওয়াব ও এতোগুলো সুবিধাদি পেলে আমি জিনকে বিয়ে করবো না কেন বলেন?
মোবাইলের কী বোর্ডে আর লিখতে পারছিনা। যা লিখেছি অনেক কষ্ট করে লিখেছি।
সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।
..... ..... ...... .....

0 মন্তব্যসমূহ