পরামর্শ আহবান [আপনারা বা আপনাদের পরিচিতদের অনেকে টাকা পাবেন বলে, বা অন্য যে কারণেই হোক না কেন, আমায় যদি পরামর্শ না দেন, তাহলে আমি বাঁচতেই যদি না পা…
আরও পড়ুনমানব রূপে হাজীর হতে জ্বীনের প্রতি পত্র প্রেরণ প্রকাশঃ ৮ মার্চ ২০২৫ খ্রি. আল্লাহু তা'য়ালার গোলাম, ও তাঁর রাসূল (সাঃ) এঁর অনুগত উম্মত, মরহুম ডাঃ …
আরও পড়ুনদোয়ার আবেদনঃ জ্বীন যেন স্ব-শরীরে আমার নিকট আগত হয় এবং প্রকাশিত হয় ও আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে এবং মানুষকে সেবা দেয়, এ …
আরও পড়ুন২০০১ সনে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকাকালিন আমার শরীরে জ্বীন বা জ্বীন জাতির উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে এক পর্যায়ে বাধ্য হয়ে শিক্ষকতা ছেড়ে দিই এবং আমার মরহুম বাবা ও ভায়েরা এ জ্বীন তাড়াতে গিয়ে বাবার নামীয় জমি বিক্রি সহ আমাকে শারীরীক, আর্থিক ও মানসিক ভাবে প্রায় সর্বসান্ত করে দেয় ও এরই পরিপ্রেক্ষিতে জন্ম নেয় ভাই-ভাইয়ের মধ্যে হিংসা, দ্বন্দ ও শত্রুতার। যে কারণে আজ আমি একেবারেই দূর্বল এবং প্রায় নিঃস্ব ও একা হয়ে গিয়েছি। আমার ভায়েরা এ জ্বীন বা জ্বীন জাতিকে, মানে আমাকে দাবিয়ে রাখতে চায় ও আমি একজন মানসিক রোগী হিসেবে, সমাজকে এ মিথ্যা তথ্য দিয়ে পার পেয়ে যেতে চেয়েছিলো। কিন্তু এ জ্বীন বা জ্বীন সম্প্রদায়টিকে গোপন করে রাখা, সত্য অস্বীকার করা, তথা আমার কাছ থেকে এদেরকে আলাদা করা কারো দ্বারা আজও সম্ভব হয়নি এবং এরা এখন শারীরীক বিভিন্ন প্রামাণিক সত্যরুপ উপস্বর্গ প্রকাশের মাধ্যমে অনেকটাই অনুভূতিশীল ও প্রকাশ্য এবং বিশ্বাস যোগ্য। আমার মনেহয় এঁরা আমার কাছে ও মানবজাতির কাছে হয়তো কিছু একটা চায়। আপনারা আমার এলাকার মানুষ বা আমার পরিচিত জনদের থেকে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারেন। এ জ্বীন বা জ্বীন জাতির পরিচয়, উদ্দেশ্য এবং নিকটজনদের সাথে বর্তমানকার ও ভবিষ্যতের যে কোন সময়ে সংঘঠিত আমার ঘাত প্রতিঘাতময় এ জীবনের উল্লেখ যোগ্য ঘটনা সমূহ বা জ্বীন জাতি দ্বারা চিকিৎসা বা উপকার অপকার ও এর বিবরণ সমূহ লিপিবদ্ধ করে রাখার উদ্দেশ্যে এ ব্লগটি আমি তৈরী করেছি।
Social Plugin